Wellcome to National Portal

Welcome to the web portal of Technical Training Center for Orphans and Handicapped Children, Shibchar, Madaripur

Main Comtent Skiped

Title
ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি/২০২৫ থেকে জুন/২০২৫ খ্রিঃ সেশনে
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদফতর

এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

শিবচর, মাদারীপুর

https://vtcodbg.madaripur.gov.bd

নম্বর-৪১.০১.৫৪৮৭.০৩৩.১৬.০০২.২৪. ১৮১                                                                                                  তারিখঃ ২৯/১০/২০২৪ খ্রিঃ

ভর্তি বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদফতরাধীন এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিবচর, মাদারীপুর, সম্পূর্ণ সরকারি খরচে পারিবারিক পরিবেশে প্রতিপালনসহ প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণ ও আবাসিক সকল সুবিধা প্রদানের মাধ্যমে এতিম, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় ১৫ থেকে ২৫ বছর বয়সের আগ্রহী ছেলেমেয়েদের জানুয়ারি/২০২৫ থেকে জুন/২০২৫ খ্রিঃ সেশনে নিম্ন বর্ণিত কোর্সসমূহে ভর্তি নেয়া হচ্ছে। 

ক্রমিক নং

ট্রেডের বিবরণ

আসন সংখ্যা

প্রশিক্ষণ মেয়াদ

০১

ড্রেস মেকিং এন্ড টেইলারিং  



মোট ১০০জন



০৬ মাস

০২

কম্পিউটার  অফিস এ্যাপ্লিকেশন

০৩

পশু ও হাঁস মুরগি পালন

০৪

মবিলিটি ও শারীরিক

০৫

ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স


ভর্তির শর্তাবলী ও বিবিধ

 ১। অত্র প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন ফরমে সংশ্লিষ্ট ইউ.পি. চেয়ারম্যান এর সুপারিশসহ আবেদন করতে হবে। 

২। এতিম/প্রতিবন্ধী/দুস্থ ও অসহায় ছেলে মেয়ে আবেদন করতে পারবে। 

৩। ১৫ থেকে ২৫ বছর বয়সী এবং কমপক্ষে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে এস.এস.সি ও অন্যান্য কোর্সে অষ্টম শ্রেণী পাশ।

৪। সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৫। ইউ.পি. চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত  নাগরিকত্ব সনদ পত্র।

৬। জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। 

৭। জাতীয় পরিচয় (যদি থাকে) পত্রের সত্যায়িত ফটোকপি।

৮। শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি।

৯। ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ যোগ্য নহে।

১০। ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ সাপেক্ষে মূল্যায়নের ভিত্তিতে ভর্তি করা হবে।

১১। অত্র প্রতিষ্ঠানের অফিস/ওয়েব পোর্টাল https://vtcodbg.madaripur.gov.bd  হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

১২। আবেদন ফরম সংগ্রহ ও জমা দানের তারিখ ০৩/১১/২০২৪ হতে ২৪/১২/২০২৪ খ্রিঃ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে।

সুবিধাদি  

১। প্রশিক্ষণকালীন সময় প্রশিক্ষণসহ প্রশিক্ষণ উপকরণ/আবাসিক ব্যবস্থা/চিকিৎসা/প্রসাধনী/পোশাক ও খেলাখুলা সামগ্রী বিনামূল্যে  প্রদান। 

২ । প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন এবং মনোসামাজিক সুরক্ষায় Counseling Guidance প্রদান।

৩। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান।

৪। সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান।

আপনার  এলাকায় বসবাসরত কিংবা সরকারি/বেসরকারি/স্কুল/কলেজ/মাদ্রাসার এতিম, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় ছেলেমেয়েদের ভর্তির জন্য  নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা ও নম্বর

                                              এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিবচর, মাদারীপুর

  • জরিনা খানম, প্রশিক্ষক (গার্মেন্টস এন্ড টেইলারিং)

-01770883269

-01743142044

-01791158477

-01716354163

-01710631762

  • সাদিয়া আফরিন, প্রশিক্ষক (পশু ও হাঁস মুরগী পালন)
  • অমল দাস, প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক)
  • মোঃ ইউসুফ, প্রশিক্ষ (কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন)
  • নাজমুল হোসেন, প্রশিক্ষ (ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স)






ফয়জুল বারি

জেনারেল ম্যানেজার (উপপরিচালক)

ফোন:- 0247881176

ই-মেইল : dd.vtcodbg.madaripur@dss.gov.bd




নম্বর-৪১.০১.৫৪৮৭.০৩৩.১৬.০০২.২৪. ১৮১ (১৪)                                                                                           তারিখঃ ২৯/১০/২০২৪ খ্রিঃ

সদয় অবগতির অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১। মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা

২। পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা

৩। পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

৪। জেলা প্রশাসক, মাদারীপুর

৫। উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুর

৬। চেয়ারম্যান, উপজেলা পরিষদ (সকল).................. 

৭। উপজেলা নির্বাহী অফিসার (সকল)...................... 

৮। মেয়র, শিবচর পৌরসভা

৯ । উপজেলা সমাজসেবা অফিসার (সকল)……… 

১০। উপতত্ত্বাবধায়ক (সকল)................................ 

১১। চেয়ারম্যান,.... ইউনিয়ন পরিষদ,  (আপনার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো)।

১২। সভাপতি/সম্পাদক,………………….. 

১৩। নোটিশ বোর্ড

১৪। অফিস কপি





ফয়জুল বারি

জেনারেল ম্যানেজার (উপপরিচালক)

ফোন:- 0247881176

ই-মেইল : dd.vtcodbg.madaripur@dss.gov.bd


Image
Publish Date
01/11/2024
Archieve Date
31/01/2030

The Samaj Darpan program is being aired on Bangladesh Television at 9.45 am every morning about the activities of the Department of Social Services under the Ministry of Social Welfare. Social Welfare Bulletin, December/2023, Issue- 04 (Reg. 73/76) is published, available under the "Publications" sub-menu of the "Research & Publications" menu of the Department. In order to celebrate the birth anniversary of the Father of the Nation and the National Children's Day 2024, it is kindly requested to take necessary measures to mention/incorporate the motto "Bangabandhu's dream will bring laughter to all homes" in all activities/events.